মলা মাছের শুঁটকি : স্বাদ ও পুষ্টির এক অনন্য ভান্ডার
বাংলাদেশের ঘরে ঘরে শুঁটকি মাছের আলাদা কদর রয়েছে। এর মধ্যে মলা মাছের শুঁটকি স্বাদ ও গুণে একেবারেই অনন্য। প্রাকৃতিকভাবে রোদে শুকানো এবং বাছাই করা মলা শুঁটকি শুধু ঝরঝরে নয়, খেতেও ভীষণ সুস্বাদু।
শুঁটকি মাছের প্রতি মানুষের আগ্রহের মূল কারণ হচ্ছে এর দীর্ঘস্থায়ী সংরক্ষণ ক্ষমতা ও রান্নায় অসাধারণ স্বাদ। মলা শুঁটকি ভুনা, তরকারি কিংবা ভর্তা সব রকম পদেই সমান জনপ্রিয়। এতে রয়েছে প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন, যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
সবচেয়ে বড় সুবিধা হলো, এই শুঁটকিতে কোনো ধরনের ক্ষতিকর কেমিকেল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। ফলে এটি যেমন নিরাপদ, তেমনি স্বাস্থ্যকরও বটে।
Reviews
There are no reviews yet.